শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৩৪:৫৪

নিজের স্ত্রী মনে করে অন্যের স্ত্রীকে জড়িয়ে ধরায় ৭০ হাজার জরিমানা

 নিজের স্ত্রী মনে করে অন্যের স্ত্রীকে জড়িয়ে ধরায় ৭০ হাজার জরিমানা

টাঙ্গাইল : নিজের স্ত্রী মনে করে অন্যের স্ত্রীকে জড়িয়ে ধরার অপরাধে গ্রাম্য শালিসে এক যুবককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
এমন হাস্যকর ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বাজারের চিতাখোলা এলাকায়।
        
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে উপজেলার কালিয়ানপাড়া তিরিজাচালা গ্রামের মানিক মিয়ার স্ত্রী সলিমন নেছা (৩০) তার বোনের বাড়ি উপজেলার কালিদাস বল্যাচালা থেকে বাড়ি ফিরছিলেন।
 
তিনি চিতাখোলা এলাকায় পৌঁছলে কালিদাস উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে দুই সন্তানের জনক আবদুল আলীম (২৮) দৌড়ে এসে তার হাত ধরে টানাটানি শুরু করেন।  এ সময় সলিমন নেছা তার স্বামীকে মোবাইল ফোনে ঘটনাস্থলে ডেকে আনেন।
 
পরে আবদুল আলীমকে পিটিয়ে ও হাত বেঁধে স্থানীয় কালিয়ান বাজারে নিয়ে যাওয়া হয়।  রাতে এক শালিসি বৈঠকে আবদুল আলীম ওই মহিলার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ আনা হয়।  শালিসে তাকে ওই পরিমাণ টাকা জরিমানা করা হয়।
    
সলিমন নেছা বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বোনের বাড়ি থেকে ৭০ হাজার টাকা ধার করে তিনি বাড়ি ফিরছিলেন।  পথে আবদুল আলীম তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
 
অভিযুক্ত আবদুল আলীম বলেন, ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার স্ত্রীর ওড়না পরিহিত একটি মহিলাকে দেখতে পেয়ে তার হাতে ধরি।  পরে ওই মহিলার স্বামীসহ অন্যরা এসে টাকা ছিনতাইয়ের অপবাদে আমার হাত-পা বেঁধে পেটাতে পেটাতে নিয়ে যায়।
    
আব্দুল আলীমের বাবা আবুল কালাম বলেন, আমাদের ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে স্ট্যাম্পে সই রেখেছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে বলেন, শালিসি বৈঠকে আবদুল আলীমের স্বীকারোক্তির ভিত্তিতে ৭০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রাখা হয়।
৩০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে