নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী। এর আগে এ আসনে ছিলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী।
হাসান ইমাম খান সোহেল হাজারীর মনোনয়ন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভায় দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংসদীয় বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে টাঙ্গাইল-৪ উপনির্বাচন নিয়ে সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। পরে বোর্ডের পক্ষে আজ বৃহস্পতিবার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।
দলীয় সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় আগ্রহী প্রার্থীদের ডেকে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি আগ্রহী প্রার্থীদের বক্তব্য পেশ করার সুযোগ দেয়া হয়।
গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এবং প্রাক্তন কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার, কালিহাতি পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক আনসার আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ।
গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ শূন্য আসনে ২৮ অক্টোবর ভোটের দিন নির্ধারণ করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
কালিহাতী উপজেলার ১৩ ইউনিয়ন, কালিহাতী পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভা নিয়ে এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১৩ অক্টোবর পর্যন্ত, প্রত্যাহার ২১ অক্টোবর অবধি।
এর আগে ৩ সেপ্টেম্বর দশম সংসদের সপ্তম অধিবেশনে টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আগামী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম