রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৬:০৯:৫২

গামছা নিয়ে যুদ্ধ শুরু করলাম : কাদের সিদ্দিকী

গামছা নিয়ে যুদ্ধ শুরু করলাম : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল : কালিহাতীতে নির্বাচন করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।  আজ কাদের সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে ৪ প্রার্থী টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার বেলা ২টার দিকে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীসহ সিনিয়র নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন।

কাদের সিদ্দিকী ছাড়া দলের অন্য প্রার্থীরা হলেন বেগম নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী।

এসময় দলীয় কার্যালয়ে তার সমর্থকদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন,  কালিহাতীর উপ-নির্বাচন একটি রাজনৈতিক যুদ্ধ।  স্বাধীনতার জন্য আমরা সশস্ত্র যুদ্ধ কালিহাতী থেকে শুরু করেছিলাম।  এবার দূষিত রাজনীতিকে সুস্থ করার লক্ষ্যে কালিহাতী থেকেই গামছা নিয়ে যুদ্ধ শুরু করলাম।

তিনি বলেন, দেশে ভোটবিহীন নির্বাচনের যে অপসংস্কৃতি চালু হয়েছে তা কালিহাতী নির্বাচনের মাধ্যমে চিরতরে বন্ধ হোক।  মানুষ যাতে তার পছন্দমত প্রতিনিধি বেছে নিতে পারে সেই পথ উন্মুক্ত করতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বেগম নাসরিন সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী,  সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এ এইচ এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অ্যাডভোকেট, ময়মনসিংহ জেলা কমিটির মাধারণ সম্পাদক আনিসুর রহমান, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি হাসমত আলী, যুবনেতা হাবিবুন নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপ, শাহীনূর রহমান প্রমুখ।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে