মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৭:১৬:১৪

স্বামী-স্ত্রী দু’জনেরই বাতিল

স্বামী-স্ত্রী দু’জনেরই বাতিল

টাঙ্গাইল : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে ঋণ খেলাপীর কারণে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও তা প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে ঋণ খেলাপীর অভিযোগে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা আলিমুজ্জামান।

তিনি জানান, অগ্রণী ব্যাংক, টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে সোনার বাংলা কনস্ট্রাকশনের নামে ১০ কোটি ৯৮ লাখ টাকা ঋণ খেলাপির দায়ে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কাদের সিদ্দিকী দম্পতি ছাড়াও দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে স্বতন্ত্রপ্রাথী আব্দুল আলীমের দাখিলী মনোনয়পত্রে ১% ভোটার স্বাক্ষরপত্রে স্বাক্ষকারী একজনকে খুঁজে না পাওয়া যাওয়ায় তার মনোনয়পত্র বাতিল করা হয়।

অন্যদিকে জাতীয় পাটি (জাপা) প্রার্থী সৈয়দ মুক্তার হোসেনের দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে