টাঙ্গাইল থেকে : খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে মুখে মুখে যতই বিরোধ থাকুক, ভেতরে ভেতরে ওই দুই দলের মধ্যে অস্বাভাবিক একটা মিল রয়েছে। সেটা হলো- দুই দলই দেশকে লুটেপুটে খেতে চায়। যখন যে দলই ক্ষমতায় যাবে সে পাবে ৬০ ভাগ আর যে ক্ষমতার বাইরে থাকবে যে খাবে ৪০ ভাগ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকারের পতন হলেও সাধারণ জনগণের কোন লাভ নেই। কারণ প্রধান দু’টি দলই একই ধরনের। এপাশেও শাড়ী ওপাশেও শাড়ী। যারা পুরুষ শাসিত সরকার চান; তারা ধৈর্য ধরুন। রাস্তায় নেমে আসুন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাধারণ জনগণ সরকারের জন্যে নির্যাতিত হয়না। সরকার ক্ষমতায় থাকলে দুই একজন মানুষকে ধরে নিয়ে যাবেই। কিন্তু তা যথাযথ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। আজকে বিরোধী দলের ব্যর্থতার কারণেই মানুষের এতো কষ্ট হচ্ছে।
ক্ষমতাসীন সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার এমপি বা মন্ত্রী হওয়ার দরকার নেই। আজকের মন্ত্রীরা, কাল যখন আপনাদের মন্ত্রীত্ব থাকবেনা দেশের জনগণ আপনাদের ছাড়বেনা। আমরা সবাই মরে যাবো। কেউ কেউ ইজ্জত নিয়ে যাবে আর কেউ বে-ইজ্জতি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি যেনো ইজ্জত নিয়ে ওপারে যেতে পারি।
জনসভায় কালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবদুল করিম মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, জেলা কমিটির সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান আতোয়ার, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম প্রমুখ।
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস