শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৪:৪৫:২৪

স্বামীর সামনেই স্ত্রীর বিয়ে!

 স্বামীর সামনেই স্ত্রীর বিয়ে!

টাঙ্গাইল : আজব কারবার, যা শুনলে অবাক করার মতো। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের দেলদুয়ার থানায়। নিজের স্ত্রী তার প্রেমিকের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন। আর সে দৃশ্য বর্তমান স্বামী স্বাভাবিকভাবেই চেয়ে চেয়ে দেখছেন। এমন এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলেন টাঙ্গাইলের দেলদুয়ার থানায় বাসিন্দারা। স্বামী জহিরুল ইসলামের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসলেন ইয়াসমিন। এ বিয়ের অনুষ্ঠানটি বৃহস্পতিবার দেলদুয়ার থানায় পুলিশের সহযোগিতায় সম্পন্ন হয়। জানা গেছে,দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামের জাহাঙ্গীরের মেয়ে ইয়াসমিনের (১৯) প্রায় দেড় মাস আগে বিয়ে হয় পাশের চরপাড়া গ্রামের হায়াদার আলীর ছেলে জহিরুল ইসলামের সঙ্গে। এর আগে মির্জাপুর উপজেলার নামদারপুর গ্রামের দুলাল খানের ছেলে রাজিবের সঙ্গে ইয়াসমিনের বিয়ে ঠিক হয়েছিল। সেই সুবাদে মোবাইল ফোনে ইয়াসমিনের সঙ্গে রীতিমত রাজিবের যোগাযোগ ছিল। এরই মধ্যে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গভীরে চলে যায়। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজিব তার সঙ্গী ছানোয়ার ও রাসেলকে নিয়ে সিএনজিযোগে চরপাড়া বাজারে আসে। সেখান থেকে ইয়াসমিনকে নিয়ে চলে আসার সময় বাজারের পাহারাদাররা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশ উভয়পক্ষের সঙ্গে দেনদরবার শেষে থানায় স্বামীর উপস্থিতিতেই প্রেমিকের সঙ্গে বিয়ে রেজিষ্ট্রি করা হয় ইয়াসমিনের। বিয়ের দেনমোহর ধার্য করা হয় ৫ লাখ টাকা। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে