নৌকা গামছা, টেলিভিশন আর আমের লড়াই টাঙ্গাইলে
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে এবার নৌকা গামছা টেলিভিশন আর আমের লড়াই হবে টাঙ্গাইলে।
আজ বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান এসব প্রতীক বরাদ্দ দেন।
হাইকোর্টের নির্দেশনার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাওয়া কাদের সিদ্দিকীর প্রতীক ‘গামছা’, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর ‘নৌকা’, বিএনএফের আতাউর রহমান খানের ‘টেলিভিশন’ ও ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েসের ‘আম’।
প্রতীক পাওয়ার পর কাদের সিদ্দিকী জয়ের আশা প্রকাশ করে বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে সরকারি দলের প্রার্থীকে অভিনন্দন জানাব। সরকারি দলের প্রার্থীরও একই মনোভাব থাকা দরকার। জনগণ ভোট দিতে পারলে এটা হবে সরকারের সফলতা।
গত ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী। গত ৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১০ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং অফিসার।
এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।
গত ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন।
নির্বাচন কমিশনের দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ও প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। বুধবার ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।
২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�