‘নির্বাচন করতে না দিলে এক মাসের মধ্যে সরকার পতন’
টাঙ্গাইল প্রতিনিধি : নির্বাচন করতে না দিলে এক মাসের মধ্যে সরকার পতনের হুমকি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এক মাসের মধ্যে সরকারের পতন ঘটানো হবে।
কাদের সিদ্দিকী বলেন, আমাকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এ সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী শিডিউল পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিমকোর্র্টে আপিল করেছে। আমাকে নিয়ে এত ভয় কিসের?
তিনি বলেন, ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ নিয়েও যারা পরিশোধ করে না, তারা ঋণখেলাপি হয় না। অথচ আমাকে আজ ঋণখেলাপি বলা হয়। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে যে অস্ত্র জমা দিয়েছিলাম, বর্তমান বাজারে সেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকা।
ডা. শামসুল আলম তোতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী নেতা, হাবিব-উন নবী সোহেল, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ।
২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�