টাঙ্গাইল : জেলার ঘাটাইলে পুলিশ ও জনতার ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে দুইজেনর পরিচয় পাওয়া গেছে।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস দিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
যে দুজন মারা গেছেন তার হলেন কালিহাতি উপজেলার কুষ্টিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৫) এবং ঘাটাইল উপজেলার সালেঙ্গা গ্রামের ড্রাইভার ওসমান ফারুকের ছেলে শামীম মিয়া (৩০)। তারা দুজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, জুমার নামাজের পরপর শুরু হয় এ সংঘর্ষ। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর