শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৮:৪০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট

আরাফাত ইসলাম, (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় হতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬০ কিলো মিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ ভোর রাত ৪টা থেকে এই গাড়ির জটের সুত্রপাত ঘটে। বেলা বেলা বাড়ার সাথে সাথে তা তীব্রকার ধারণ করেছে। এদিকে টাঙ্গাইলগামী পরিবহনগুলো চলাচল করলেও একে বারে থেমে আছে ঢাকামুখী যানবাহন।

মূলত রাজধানী ঢাকা অভিমুখে যাওয়া গরুবাহী ট্রাকগুলোর অতিরিক্ত চাপেই এমন সীমাহীন দুর্ভোগ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গোড়াই হাইওয়ে থানা পুলিশ কাজ করছে বলে জানা গেছে।।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে