আরাফাত ইসলাম, (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় মির্জাপুরের গোড়াই থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত দুই পাশের শত শত দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এতে অন্যান্যেদের মধ্যে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে নির্বাহী অফিসার সেলিম রেজা জানিয়েছেন।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস