বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৪৩:২৩

শহীদ মিনারে বাংলা অবমাননা, ইংরেজি লেখা সম্বলিত পুষ্পস্তবক অর্পণ!

শহীদ মিনারে বাংলা অবমাননা, ইংরেজি লেখা সম্বলিত পুষ্পস্তবক অর্পণ!

মির্জাপুর (টাঙ্গাইল): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাকে অবমাননা করে ইংরেজি লেখা সম্বলিত পুষ্পস্তবক অর্পণ করার অভিযোগ উঠেছে একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। এ নিয়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন সচেতন মহলে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে আজ সকালে উপজেলা সদরের থানা রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা গেছে- ফুলের তোড়ার মধ্যে বাংলার পরিবর্তে ইংরেজিতে লেখা 'সিলেস্ট ইন্টারন্যাশনাল স্কুল'। পুষ্পস্তবক অর্পণের সময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে শহীদ মিনারে এমন ঘটনা ঘটলেও ওই শিক্ষা প্রতিষ্ঠান, অধ্যক্ষ এবং পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
 
জানা গেছে, সিলেস্ট ইন্টারন্যাশল স্কুল মির্জাপুর থানার ২শ' গজ পূর্বে বাইমহাটি পালপাড়ায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. নুরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করে আসছে। প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি এলেই ওই প্রতিষ্ঠানের পরিচালক, অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীরা বাংলা ভাষা ব্যবহার না করে ইংরেজিতে লেখা সিলেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লিখে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আসছে বলেও অভিযোগ উঠেছে।তারপরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
 
এ ব্যাপারে সিলেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ ইসমতারা সুপ্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে ফুলের তোড়ার মধ্যে বাংলায় লিখতে হবে এটা আমার জানা ছিল না। ইংরেজিতে লেখা ঠিক হয়নি। এটা ভুল হয়ে গেছে।
 
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের তোড়ায় বাংলার পরিবর্তে ইংরেজিতে লেখা আইনগতভাবে ঠিক নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে