টাঙ্গাইল থেকে : ‘দাড় কাউয়া মুক্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ চাই’ লেখা সম্বলিত বিলবোর্ডের রেশ কাটতে না কাটতেই এবার ‘কাউয়া মুক্ত টাঙ্গাইল চাই’ লেখা সম্বলিত ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে টাঙ্গাইল।
‘কাউয়া মুক্ত’ আওয়ামী লীগ চেয়ে দেয়ালে দেয়ালে পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে। ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে টাঙ্গাইল ও ভূঞাপুর উপজেলা শহরের স্কুল-কলেজের দেয়াল। শহরের বিভিন্ন সড়কের বিলবোর্ডে দেখা গেছে এ জাতীয় অনেক পোস্টার।
‘কাউয়া মুক্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন চাই, ‘কাউয়া করে কা কা দলের বাজে বারোটা’ এমন লেখাযুক্ত অনেক পোস্টার টাঙানো হয়েছে বিভিন্ন সড়কের পাশে। এ নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।
এছাড়া পোস্টারে লেখা স্লোগানের ডান পাশেই বড় একটি কাকের ছবি রয়েছে। বিদ্রুপমূলক এ পোস্টারগুলো দেখে অনেকেই বিব্রত হয়েছেন।
ইবরাহীম খাঁ সরকারি কলেজের সামনে সাঁটানো পোস্টার দেখে অনেক শিক্ষার্থী জানায়, বৃহস্পতিবার সকালে কলেজ রোডে আসতেই লাল রঙের একটি পোস্টার দেয়ালে দেখতে পাই। একটু সামনে এগিয়ে দেখি আরও অসংখ্য পোস্টার। শুধু কলেজ সড়কেই নয় পুরো শহরজুড়েই এমন পোস্টার দেখা যাচ্ছে।
এমটিনিউজ/এসএস