টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হওয়ার পর সেখানকার দায়িত্বরত ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এরই মধ্যে ৩ জন সাব ইন্সপেক্টর এবং ৪ জন কনস্টেবল রয়েছেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, মা-ছেলেকে বিবস্ত্র করে তাদের ওপর নির্যাতন করার ঘটনায় গতকাল শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও তাদের মধ্য সংঘর্ষে হয়। সংঘর্ষে ৩ জন নিহত ও ২৫ জনের মতো আহত হয়।
আজ দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আশরাফ আলী সাংবাদিকদের জানান, ৩ জনই বুলেটবিদ্ধ হয়ে মারা গেছেন।
নিহতরা হলেন উপজেলার কালিয়া গ্রামের শামীম (৩২), কুষ্টিয়া গ্রামের ফারুক (৩৫) ও সালেঙ্কা গ্রামের শ্যামল দাস (১৫)।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর