শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৭:৫৪:৫৭

মর্টার শেল নাড়াচাড়ায় প্রাণ গেল চৌকিদারের

 মর্টার শেল নাড়াচাড়ায় প্রাণ গেল চৌকিদারের

টাঙ্গাইল : পরিত্যক্ত মর্টার শেল নাড়াচাড়ায় প্রাণ গেল গ্রাম পুলিশের। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে। সেখানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে আব্দুর রশিদ (২৯) নামে এক গ্রাম পুলিশ (চৌকিদার) নিহত হন। তিনি ঘাটাইল উপজেলার ভাটপাড়া এলাকার আকবর আলীর ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জ এলাকায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চৌকিদার আব্দুর রশিদ পরিত্যক্ত মর্টার শেলটি পরে থাকতে দেখেন। একপর্যায়ে শেলটি হাত দিয়ে তিনি নাড়াচাড়া করতে থাকেন। এ সময় শেলটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে