টাঙ্গাইল: কালো রঙের দেশি ষাঁড়টির ওজন ৩৮ মণ, বয়স সারে পাঁচ বছর। গত কুরবানির ঈদে ওজন ছিল ২৫ মণ তবে ভালো দাম না পাওয়ায় বিক্রি করেনি মালিক মেহেদী হাসান।
দেশিয় এ ষাঁড়টি কিনতে অনেকেই মালিকের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়ায় ভীড় করছেন। তবে উপযুক্ত দাম না উঠায় এখনো বিক্রি হয়নি ষাঁড়টি।
মালিক ১৫ লাখ টাকা দাম হাঁকালেও ৮/৯ লাখ পর্যন্ত দাম বলেছেন ক্রেতারা। দেশিয় খাবারে লালন পালন করায় অনেকেই দূর থেকেও কেনার জন্য আসছেন তার বাড়ী।
ষাঁড়ের মালিক মেহেদী হাসান বলেন, ‘এবার গরুটির ওজন হয়েছে প্রায় ৩৮মণ। প্রায় প্রতিদিনই ক্রেতারা আসছেন। অনেকে ৮-৯ লাখ টাকা পর্যন্ত দাম হাকছেন। আমি ১৫ লাখ টাকা চেয়েছি। ষাঁড়টিকে প্রতিদিন ১৬ কেজি খাবার দিতে হচ্ছে। ষাঁড়টির বয়স সাড়ে পাঁচ বছর হলেও গত তিন বছর ধরে রাতে ঘুমাতে পারেননি মেহেদী। কখন কী প্রয়োজন হয় এই ভেবে রাত জেগে থাকতে হচ্ছে তাকে।’