সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৪:৩৯

উটপাখি নিয়ে ৩৩ জনের কাড়াকাড়ি

 উটপাখি নিয়ে ৩৩ জনের কাড়াকাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি : উটপাখি নিয়ে ৩৩ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে কাড়াকাড়ি। ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে। কাউন্সিলর প্রার্থীদের প্রত্যেকেই উটপাখির নাম উল্লেখ করেছেন। এতে বেশ হাসির খোরাক জুগিয়েছে। টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার ও মির্জাপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাসুদ আহমেদ শিকদার জানান, কাউন্সিলর পদে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করতে গেলে বিষয়টি নজরে আসে। সবাই উটপাখি চাওয়ায় আলোচনার বেশ খোরাক জুগিয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাসুদ আহমেদ জানান, মির্জাপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া ৩৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের সবাই উটপাখি চেয়েছেন। কিন্তু তা দেয়া সম্ভব নয় বলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে