টাঙ্গাইল- গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মেডিকেল টিম তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছিলেন লতিফ সিদ্দিকী।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান জানান, গতকাল মঙ্গলবার সকালে লতিফ সিদ্দিকীর চিকিৎসা সেবায় ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়। ওইদিন মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে। শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভূগছেন তিনি। পরে আজ সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার(১৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এসময় লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িসহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবাদে রোববার দুপুর পৌনে তিনটার দিকে ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে এসে তিনদফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন লতিফ সিদ্দিকী। এরপর সোমবার থেকে গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিকার না পেয়ে আমরণ অনশনের ঘোষনা দেন তিনি। এসময় দাবি মেনে না নেয়া পর্যন্ত মাঠ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।