টাঙ্গাইল : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ গুলশান-বনানী নয়, বাংলাদেশ কৃষকের দেশ। কৃষি হবে সম্মানজনক ও ভদ্রলোকের পেশা।
শুক্রবার বিকেলে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সরকারি করেজ মাঠ প্রাঙ্গণে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি বলেন, আমি জানি এই মুহূর্তে ধানের দাম কম। ধানের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের কষ্ট হয়। আবার ধানের দাম কমলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই উভয় সংকটের মধ্যে ধানের দাম একটা ভালো অবস্থায় রাখার কথা বিবেচনা করা হচ্ছে।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নাগরিক কমিটির আয়োজনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আওয়ালী লীগের সভাপতি ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বদিউল আলম মঞ্জু। গণসংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, কৃষিমন্ত্রীর সহধর্মীনি শিরিন আক্তার ভানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমেদ ফরিদ, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার খান আবু, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রমূখ।