রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৬:৫২

টাঙ্গাইলের ৮ পৌরসভায় চূড়ান্ত প্রার্থী যারা

টাঙ্গাইলের ৮ পৌরসভায় চূড়ান্ত প্রার্থী যারা

টাঙ্গাইল প্রতিনিধি : আগামী ৩০ ডিসেম্বর সারা দেশের নির্ধারিত পৌরসভাগুলোতে ভোটগ্রহণ। রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। টাঙ্গাইলের ৮ পৌরসভায় চূড়ান্ত প্রার্থীরা হলেন- টাঙ্গাইল : মেয়র প্রার্থী- জামিলুর রহমান মিরন (আওয়ামী লীগ), মাহমুদুল হক সানু (বিএনপি), আবদুল কাদের (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাসনাত আল আমিন (খেলাফত মজলিশ)। এছাড়া কাউন্সিলর প্রার্থী ৭৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৩৩ জন। ধনবাড়ী : মেয়র প্রার্থী- খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (আওয়ামী লীগ), এএমএ ছোবহান (বিএনপি), অধ্যক্ষ ফেরদৌস আহমেদ পিন্টু (জাপা-এ) ও জহিরুল হক হেলাল (স্বতন্ত্র)। কাউন্সিলর প্রার্থী ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০ জন। গোপালপুর : মেয়র প্রার্থী- রকিবুল হক ছানা (আওয়ামী লীগ), খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (বিএনপি), আব্বাস আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বেলায়েত হোসেন (আওয়ামী লীগ-বিদ্রোহী)। কাউন্সিলর প্রার্থী ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১২ জন। ভুঞাপুর : মেয়র প্রার্থী- মাসুদুল হক মাসুদ (আওয়ামী লীগ), আজহারুল ইসলাম (আওয়ামী লীগ-বিদ্রোহী), আবদুল খালেক ম-ল (বিএনপি)। সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৯ জন। কালিহাতী : মেয়র প্রার্থী- আনছার আলী বিকম (আওয়ামী লীগ), হুমায়ুন খালিদ (আওয়ামী লীগ-বিদ্রোহী), আলী আকবর জব্বার (বিএনপি), শহীদুল ইসলাম (স্বতন্ত্র)। কাউন্সিলর প্রার্থী ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ জন। মির্জাপুর : মেয়র প্রার্থী- সাহাদৎ হোসেন সুমন (আওয়ামী লীগ), হযরত আলী (বিএনপি)। সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৯ জন। সখীপুর : মেয়র প্রার্থী- আবু হানিফ আজাদ (আওয়ামী লীগ), নাছির উদ্দিন (বিএনপি), ছানোয়ার হোসেন সজীব (বিএনপি-বিদ্রোহী), আয়নাল হক সিকদার (জাতীয় পার্টি-এ)। সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩১ জন ও মহিলা কাউন্সিলর প্রার্থী ১০ জন। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে