টাঙ্গাইল : ‘চালক এক হাতে মোবাইলে কথা কথা বলছিল, আরেক হাতে সিগারেট খাচ্ছিল- আমরা তাকে বারবার নিষেধ করার পরও সে মানেনি।’ কথাগুলো বলছিলেন দুর্ঘটনায় পতিত বাসযাত্রী মুক্তাগাছার হযরত আলী।
এ অবস্থায় সোমবার বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে বিনিময় পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে ৩০ যাত্রী আহত হন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের বাসটি ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ খাদে পড়ে যায়। এতে ৩০ যাত্রী আহত হয়। আহতের ঘাটাইল ও মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’
বাসযাত্রী ময়মনসিংহের মুক্তাগাছার সাজ্জাদ জানান, ‘বাসে কোন দাঁড়ানো যাত্রী ছিল না। তবে সিটও খালি ছিল না।’