শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৪:০৫:১৭

খুবই শান্তশিষ্ট কোরবানির হাটের হিরো টাঙ্গাইলের খোকা বাবু

খুবই শান্তশিষ্ট কোরবানির হাটের হিরো টাঙ্গাইলের খোকা বাবু

নিউজ ডেস্ক : খোকা বাবু খুবই শান্তশিষ্ট একটি ষার গরুর নাম। গরুটি টাঙ্গাইলের নাগরপুরের নঙ্গীনা বাড়ির মো. আবুল কাশেম মিয়ার আদর যত্নে পালিত গরু। যার ওজন প্রায় ১০০০ কেজি বা ২৫ মণ। খুবই শান্ত ও রোগ মুক্ত এবং স্বাস্থ ঝুঁকি নেই খোকা বাবুর।

গরু পালনের বিষয় তিনি বলেন, গরুর ফিট খাবার খাওয়ানো সাধ্য নেই। তাই নাগরপুর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ডা. মো. ফায়েজুর রাজ্জাক আকন্দ স্যারের যোগাযোগ করি। স্যার বলেন, আপনি গরুর ওজন এবং প্রয়োজন এর ভিত্তিতে প্রাকৃতিক (ব্যালেন্সড) সুষম খাবার খায়ালে অর্থ ও ঝুকি দুই কমবে এবং নিরাপদ মাংস উৎপাদিত হবে।

খোকার খাদ্য তালিকার মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের সবুজ ঘাশ, গাছের পাতা, খর, ভূষি, ভুট্টা ভাঙ্গা, সরিশা/ সয়াবিনের খৈল, নালি, চাউলের কুরা, লবন, পরিমান মত পানি। নিয়মিত গোসল করানো, পরিস্কার ঘরে রাখা, বাবুর ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখা, হাটতে নেয়া, রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়া ও কৃমির ঔষধ খাওয়ানো এ সকল বিষয় স্যারের পরামর্শেই আজ খোকা ১ টন। খোকাকে মোটা তাজা করার ব্যাপারে কোন প্রকার ঔষধ ও ইনজ্ঞেকসন ব্যাবহার করা হয়নি বলে জানান তিনি।

খোকা বাবুর দামের প্রত্যাশায় কাশেম বলেন, বাজার বরাবর বিক্রি করতে হবে। বাজার ক্রেতা ও গরুর যোগানের উপর নির্ভরশীল তবে আমি ১৫ লক্ষ টাকা চাচ্ছি। আগামী ঈদের তিনি এমন গরু নাগরপুরবাসী কে উপহার দেবে কি না প্রশ্নের জবাবে বলেন, যদি পরিশ্রমের মূল্য পাই তবে অবশ্যই চেষ্টা করব আরো ভাল করার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে