এবার এক মঞ্চে আ.লীগ-বিএনপি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  টাঙ্গাইল প্রতিনিধি : এবার এক মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী।  টাঙ্গাইল পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থী ও ভোটারদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখা। 
আজ রোববার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত হন চার মেয়র প্রার্থী।  অনুষ্ঠানের স্লোগান ছিল ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’।
অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জামিলুর রহমান মিরন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের ও খেলাফত মজলিশ মনোনীত মেয়র প্রার্থী হাসানাত আল আমিন বক্তব্য রাখেন। 
বক্তব্যে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন।  মেয়র প্রার্থীদের বক্তব্য শেষে উপস্থিত ভোটাররা বিভিন্ন প্রশ্ন করেন।  প্রার্থীরা সে সব প্রশ্নের উত্তর দেন।  এর আগে কয়েকজন ভোটার তাদের মতামত তুলে ধরেন।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �