টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চোখের সামনে ছেলের মৃত্যু দেখে হৃদয'ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাতেমা বেগম (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। প্রায় একই সময়ে মা ও ছেলের এমন করু'ণ মৃত্যুর ঘ'টনায় এলাকায় শো'কের ছা'য়া নেমে আসে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে শামছুল মিয়া (৫৫) মা'রা যান। এ খবর শোনার সঙ্গে সঙ্গে তার মা ফাতেমা বেগমও মা'রা যান।এ ঘ'টনার পর এলাকার লোকজনের মধ্যে করোনা আত'ঙ্ক ছ'ড়িয়ে পড়ে। সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরে মুশুরিয়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজে জা'নাজা শেষে তাদের দা'ফন করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁ'জ নিয়েছি মৃ'ত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভার সি'রোসি'স রো'গে আক্রা'ন্ত ছিলেন। দুপুরে নিজ বাড়িতে তিনি মা'রা যান। আর চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে হৃদয'ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শামসুলের মা। এতে আ'তঙ্কি'ত হওয়ার কিছু নেই।
বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন ঘ'টনার সত্যতা নিশ্চিত করেছেন।
২নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ তালুকদার জানান, মুশুরিয়া গ্রামের মৃ'ত তালেবর মিয়ার ছেলে শামছুল মিয়া বেশকিছু দিন ধ'রে অসু'স্থ হয়ে শ'য্যাশা'য়ী ছিলেন। অসু'স্থ অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে চলে আসেন। সোমবার দুপুর ১২টার দিকে আরও অসু'স্থ হয়ে তিনি মা'রা যান। চোখের সামনে ছেলের এ মৃ'ত্যু স'হ্য করতে না পেরে মা ফাতেমা বেগম মা'রা যান।