সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ০১:৪৯:০৩

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জামানত হারালেন যে প্রার্থীরা

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জামানত হারালেন যে প্রার্থীরা

টাঙ্গাইল থেকে: টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থী জামানত হারিয়েছেন। কাস্টিং ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট কম পাওয়ায় তারা জামানত হারিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা) ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান (স্বতন্ত্র) নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) ২৪৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি) ১০৪৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী রুপা রায় চৌধুরীরুপা ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩৮ ভোট পেয়েছেন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে