এমটিনিউজ২৪ ডেস্ক : ছোট ভাইয়ের মৃত্যুর খবরে আবুল হোসেন নামে এক বড় ভাই মারা গেছেন। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়। আবুল হোসেন যমুনা ফার্টিলাইজার সার কারখানায় চাকরি করতেন।
আবুল হোসেনের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামে। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্বজনরা জানায়, কলেজের সহকারী অধ্যাপক নূরুল আমিনের বড় ভাই আবুল হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগের কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত রোববার বড় ভাইকে দেখতে যান নূরুল আমিন। হাসপাতালে যাওয়ার পথে স্ট্রোক করে মারা যান শিক্ষক নুরুল আমিন। পরে একই দিন সন্ধ্যায় স্বজনরা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই আবুল হোসেনও মারা যায়।
ভূঞাপুর শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. ইকবাল হোসাইন বলেন, শিক্ষক নূরুল আমিন হেঁটে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর খবরে তার বড় ভাইও মারা গেছেন। তাদের দুই ভাইকে গ্রামের বাড়িতে পাশাপাশি কবর দেওয়া হয়েছে।
সোমবার বড় ভাই আবুল হোসেনের জানাজা শেষে সকাল ১১টায় ভূঞাপুর উপজেলার চর নিকলার নুরানি মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় ছোট ভাই শিক্ষক নূরুল আমিনের প্রথম জানাজা ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় একই মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। পরে ছোট ভাইয়ের কবরের পাশে বড় ভাইকে দাফন করা হয়।