সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪১:৪৯

টাঙ্গাইলে ডেইলি স্টার পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে ডেইলি স্টার পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা

 ইমতিয়াজ রুবেল, টাঙ্গাইল প্রতিনিধি: ইংরেজী দৈনিক দি ডেইলি স্টার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ১২০ (ক)/১২৪ (ক)/৫০০/৫০১ দঃ বিঃ ধারায় রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানী মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করার অভিযোগে
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৮জনকে স্বাক্ষী করা হয়েছে।

মামলাটি শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অনুমোদন গ্রহন সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে আদেশ দিয়েছেন।
মামলায় উল্ল্যেখ করা হয়েছে, ডেইলী স্টার নামক ইংরেজী পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এক এগারোর ফকরুদ্দিন-মইন উদ্দিন সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করার প্রচেষ্টায় মাহফুজ আনাম তার সম্পাদিত পত্রিকায় একটি সংস্থ্যার সরবরাহকৃত মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করে প্রত্যক্ষভাবে রাষ্ট্রদ্রোহিতা মূলক কাজ করেছেন। এতে করে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারা ভোগ করতে হয়।

এছাড়া ২০০৭ সালের ০২ জুন মাহফুজ আনাম তার পত্রিকায় ‘‘ভিতরে ও বাইরের চাপে শেখ হাসিনা” শীর্ষক প্রকাশিত সংবাদে লিখেছিলেন, দলের ভেতরে ও বাইরে শেখ হাসিনার পদত্যাগ চাপ বাড়ছে। সরকার তার মিগ-২৯ কেলেংকারী এবং পল্টন হত্যা নিয়ে তদন্ত করছে। আর এদিকে দলের অনেক সিনিয়র ও মাঝারি পর্যায়ের নেতা আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন। তার দলের অনেক নেতা তাকে এড়িয়ে চলছেন।
একই বছর ৩জুন ‘‘শেখ হাসিনা বিত্তবানদের কাছ থেকে টাকা নিতেন” শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয়। এছাড়াও বিবাদী সম্প্রতি বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেলের টকশোতে বাদীর অভিযোগ বিষয়ে প্রকারন্তরে বিবাদী তার দোষ স্বীকার করে। এ সংবাদ প্রকাশ করার কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বাংলাদেশ আওয়ামী লীগের ও বাদীর নিজের ১০০ কোটি টাকার মানহানী হওয়ায় এবং রাষ্ট্রদোহ সংবাদ প্রকাশ করায় মামলাটি দায়ের করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে