শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৬:৩৯

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইমতিয়াজ রুবেল, টাঙ্গাইল প্রতিনিধি: “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মাহদুর রহমান খান বিপ্লবকে সভাপতি ও পলাশ আল মাসুদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গত ১০-০৯-১৫ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা এ কমিটির অনুমোদন কপিতে স্বাক্ষর করেন। এ অনুমোদন কপি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সাম্প্রতি কতিপয় ব্যাক্তি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর নিজেদের স্ব-ঘোষিত সভাপতি ও সম্পাদক দাবী করে কমিটি গঠনের খবর অপপ্রচার করে বৃবান্তি ছড়াচ্ছে। তাদের কার্যত কোন অস্তিত্ব এবং বৈধতা নেই। বরং তাদের দ্বারা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সন্তান কমান্ড ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তর হয়রানীর স্বীকার হচ্ছে। এ সব তথ্যে কেন্দ্রীয় সন্তান কমান্ডের আইন বহিরভূত হচ্ছে। তাদের কোন তথ্যে সারা না দেয়ার আহবান জানিয়ে ও কেন্দ্রীয় কমিটির অনুমোদনে টাঙ্গাইল জেলার নবাগত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি দিয়ে শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠন সুষ্ঠ পরিচালনার স্বার্থে উপস্থিত সংবাদকর্মীদের উপদেশ, পরামর্শ, নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে পর্যায়ক্রমে লিখিত বক্তব্য পাঠ করে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন হিসাব ও নিরীক্ষা সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অনুপস্থিত থাকায় ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম ও মোঃ আঃ কদ্দুছ মিয়া চুড়ান্ত বাছাইকৃত সন্তান কমান্ডের কমিটির পক্ষে সুপারিশ করেন। তাদের সুপারিশের কেন্দ্রীয় সন্তান কমান্ডের নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার অনুমোদন দিয়েছে। তাই এটিই বৈধ কমিটি। অন্য কোন জেলা কমিটি  থাকতে পারে না। থাকলে সেটি অবৈধ হবে। অবৈধ কমিটি থেকে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের এবং প্রশাসন সহ টাঙ্গাইলবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনের অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক মো. শামীম আল মামুন, আইন হিসাব ও নিরীক্ষা সম্পাদক তিথী আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম পিন্টু সহ নবাগত কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নবাগত কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি মো. মাহফুজুর হাসান তালুকদার শিশির, মো. মোরর্শেদ তালুকদার, মো. শফিকুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল আনসারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান খলিল, মো. মেহেদী হাসান আলমগীর, অর্থ সম্পাদক তারিকুজ্জামান এলিট, দপ্তর সম্পাদক মো. নাহিদুর রহমান খান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সমবায় ও প্রকল্প সম্পাদক মো. আতিকুর রহমান, ত্রান ও পূর্নবাসন সম্পাদক মো. নূরুজ্জামান খান, সমাজ কল্যান সম্পাদক আরাফ আল হাসান তনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম আলীম, শ্রম ও জনশক্তি সম্পাদক বিশ্বজিৎ সরকার, শিক্ষা পাঠাগার মিলনায়তন সম্পাদক মো. সাজ্জাত খোশনবিশ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন বিষয়ক সম্পাদক মো. নাঈম ইসলাম আসিফ, যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মো. ফরুক আজাদ, সদস্য মো. আনোয়ার সাদাত তানাকা, মো. কামরুল হাসান প্রিন্স, মো. জুয়েল রানা, মো. সুমন আহম্মেদ, মো. ওয়াশিকুর রহমান সানী, মোছা: নূরুন নাহার হাসি ও মোছা: আমিনা আক্তার রিতা।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে