টাঙ্গাইল : পুনরায় মেডিক্যালে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার দাবিতে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে তারা।
মিছিলটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা বলেন, ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া হোক, যাতে করে টাকার কাছে মেধা হেরে না যায়।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর