রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৯:৫০

পারলেন না কাদের সিদ্দিকী

পারলেন না কাদের সিদ্দিকী

টাঙ্গাইল : টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচন ২০ মার্চ।  আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় নতুন এ তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  নির্বাচনে অংশগ্রহণ করতে আইনি লড়াই করেও প্রার্থী হতে পারলেন না কৃষক শ্রমিক জনতা লীগ নেতা কাদের সিদ্দিকী।

রোববার ইসির সহকারী সচিব রাজীব আহসান সাংবাদিকদের নির্বাচনের তারিখ জানান। তি নি বলেন, এখন প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।

হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেয়া হয় আব্দুল লতিফ সিদ্দিকীকে।  তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

কাদের সিদ্দিকী ও তার দলের আরো তিনজনসহ মোট দশজন প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন।  বাছাইয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়।

উচ্চ আদালতে গিয়েও মনোনয়নপত্রের বৈধতা না পাওয়ায় কাদের সিদ্দিকী এই আসনে প্রার্থী হতে পারছেন না।

ফলে ২০ মার্চ ভোটের লড়াইয়ে আছেন কেবল তিন প্রার্থী।  আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রতীক নিয়ে, বিএনএফের আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে এবং ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস আম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, প্রথমবার ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১০ নভেম্বর।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে