বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ০২:৩২:২৫

মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দুই শিক্ষার্থী

মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দুই শিক্ষার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে বৃহস্পতিবার (৩ জুলাই) এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দাফনে অংশ নিয়েছেন তারা।

সদ্য মা হারানো ওই দুই শিক্ষার্থী হলেন— সখীপুর উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের লাবনী আক্তার। ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাছির উদ্দিন এ তথ্য নি‌শ্চিত করেছেন।

সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বুধবার সকাল ১০টার আগে কেন্দ্রে আসেন দুই শিক্ষার্থী। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেন তারা।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন, সখীপুর উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার (৪০) কিডনি রোগে আক্রান্ত হয়ে ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে।

একই উপজেলার কচুয়া পশ্চিম পাড়ার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন (৪৫) গত রাত সাড়ে ৯টার দিকে মারা যান। তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট লাবনী।

লাবনীর মায়ের জানাজা সকাল সাড়ে ১১টায় এবং সায়মার মায়ের জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হয়।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেছেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে