মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১:৪৬

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী আবির (১৬), একই শ্রেণির শিক্ষার্থী লিখন (১৬) এবং স্থানীয় কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ (১৯)।

আবির উপজেলার কালিদাস পানাউল্লাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লাচালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির আহমেদ কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের আবদুর রউফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্কুলছাত্র দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। তারা বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী তিনজনই গুরুতর আহত হন।

আহতদের দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ও ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় লিখন এবং রাত ৯টার দিকে সাব্বির আহমেদ মারা যান।

নিহত আবিরের নানা এছাক মিয়া এবং কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে