মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৭:২৯:৪৭

টাঙ্গাইল পিটিআই শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল পিটিআই শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইমতিয়াজ রুবেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের প্রশিক্ষণার্থী এক শিক্ষিকার সাথে অশালীন আচরণের প্রতিবাদে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন প্রশিক্ষণার্থী শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে পিটিআই ট্রেনিং ইন্সটিটিউট চত্বরে শারীরিক প্রশিক্ষক আবুল কালাম আজাদের অপসারণসহ নানা অনিয়ম ও আপত্তিকর আচরণের অভিযোগে এ আন্দোলন  কর্মসূচী পালন করেছেন প্রশিক্ষণার্থীরা।

আন্দোলনরত প্রশিক্ষণার্থী শিক্ষকদের অভিযোগ ও তথ্যে জানা যায়, ২০১৬-১৭ সালের ডি.পি.এড প্রশিক্ষার্থী রয়েছেন ১৭৮জন। টাঙ্গাইল প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে চলতি বছরের জানুয়ারী থেকে এক বছরের ডি.পি.এড ট্রেনিং গ্রহণ করতে শুরু করেছেন। ট্রেনিং গ্রহণের ভর্তি ফি জন প্রতি সাড়ে চার হাজার টাকা গ্রহণ করা স্বত্তেও তিন হাজার নয়’শ টাকার আদায় রশিদ প্রদান করা হয়েছে। হোস্টেলে থাকা বাবদ তিন’শ টাকা ও খাওয়া বাবদ দুই হাজার টাকা গ্রহন করা স্বত্তেও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক কর্মচারীদের খাওয়ার ব্যবস্থা এ হোস্টেল থেকেই চালানো হয়। এ স্বত্তেও প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা তাদের সাথে নানা রকমের অশালীন আচরণ চালায় বলেও জানান তারা। এরই ধারাবাহিকতা মঙ্গলবার দুপুরে শারীরিক প্রশিক্ষক আবুল কালাম আজাদ খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা খন্দকারের সাথে অকথ্য ভাষায় গালিগালাজসহ অশালীন আচরণ করায় ক্ষুব্ধ হয়েছেন এ প্রশিক্ষণার্থী শিক্ষকরা। এই শারীরিক শিক্ষকের অপসারণ দাবীতে প্রশিক্ষণার্থীরা আন্দোলন শুরু করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোহছেনা খাতুন জানান, প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষ থেকে কোন রূপ অশালীন আচরণের অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে এর সত্যতা যাচাই বাছাইয়ের পরে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে