বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১১:৩২:৪১

১১ ইউপিতে ভোট চলছে

১১ ইউপিতে ভোট চলছে

টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন, সদস্য পদে ৪৪৩ জন এবং  সংরক্ষিত নারী সদস্য পদে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা দুই লাখ তিনহাজার ৭৫৮জন।

ভোটে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে আব্দুল বাতেন জানিয়েছেন।

প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুরের ১২টি ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও গত ৪ মার্চ সীমানা সংক্রান্ত জটিলতায় ভাড়রা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাই কোর্ট।

অন্যদিকে গত ২০ মার্চ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনের তারিখ থাকায় সেখানে ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ ২২ মার্চ থেকে একদিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে