মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৮:২৪:২৩

তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৭ জন হাসপাতালে

তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৭ জন হাসপাতালে

টাঙ্গাইল : মৌসুমী ফল তরমুজে বাজার সয়লাব।  আর তরমুজ খেয়ে মৃত্যু হয়েছে এক শিশুর।  অসুস্থ হয়ে পড়েছে আরো ৭ জন।  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে।  

গত রোববার রাতে টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশ এক তরমুজ ব্যবসায়ীকে আটক করেছে।

মারা যাওয়া শিশুটির নাম ফাহিম (৬)।  সে কাগমারা এলাকার মেহেদি হাসানের ছেলে।  এছাড়া তরমুজ খেয়ে ফাহিমের দাদা মমিনুল হক, দাদি রোকসানা বেগম, বাবা মেহেদী হাসান, মা ডালিয়া আক্তার, ফুফু মরিয়ম আক্তার, দাদির মা জিরাতন বেগম, দাদির বোন রাবেয়া অসুস্থ হয়ে পড়েন।
তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে ফাহিমের দাদা মমিনুল হক শহরের জগলু সড়কের একটি ফলের দোকান থেকে একটি তরমুজ কিনে আনেন।  শনিবার দুপুরের দিকে তরমুজটি বাড়ির সবাই খান।  এরপর থেকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন।  সন্ধ্যার দিকে মমিনুল হকের নাতি ফাহিমসহ আটজনকে টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবদুস সোবহান জানান, হাসপাতালে ভর্তির পর রাত আটটার দিকে ফাহিম মারা যায়।
খবর পেয়ে টাঙ্গাইল থানা পুলিশ শহরের শহীদ জগলু সড়ক থেকে ওই তরমুজ ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, ঢাকা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় সদস্যের একটি টিম গতকাল তরমুজের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে