রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০১:৩৬:৩৮

আ.লীগ সরকারের কাছে জনগণের কিছু চাইতে হয়না: তারানা হালিম

আ.লীগ সরকারের কাছে জনগণের কিছু চাইতে হয়না: তারানা হালিম

ইমতিয়াজ রুবেল, টাঙ্গাইল প্রতিনিধি: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ট সন্তান। তারা দেশের জন্য যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। তারা দেশকে ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলা দেখতে চান। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করাই আমাদের কাজ। যমুনা নদীর চৌহালী ও নাগরপুরের ভাঙ্গণ কবলিত অংশে ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ পরিদর্শন শেষে শাহজানী উচচ বিদ্যালয় মাঠে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন করা এই সকারের প্রধান কাজ। এই শাহজানী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত একটি এলাকা। প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কিছু চাইতে হয়না। দাবি করতে হয় না। দাবির আগেই সরকার তা মিটিয়ে দেয়। সরকার দেশে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। মামলা জনিত কারণে বন্ধ হওয়া ভারড়া ইউপি নির্বাচন দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসককে তাগিদ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব হুমায়ুন খালিদ, জেলা প্রশাসক মোঃ মাহাবুব হোসেন, আওয়ামী নেতা ইনসাব আলী ওসমানি, ভারড়া ইউপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার, খোরশেদ বাবুল প্রমূখ।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে