রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৭:৪৯:৩৮

হিন্দু গৃহবধূ অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ

হিন্দু গৃহবধূ অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ

ইমতিয়াজ রুবেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তন্দ্রা দেবনাথ(২৩ ) নামে এক হিন্দু গর্ভবর্তী গৃহবধূকে অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আঠারদানা গ্রামে।
মামলার বিবরনে ও মেয়েটির বাবা রামপ্রসাদ দেবনাথ  জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রামে রামপ্রসাদ দেবনাথের মেয়ে পার্শ্ববর্তী উপজেলা কালিহাতী সান প্রিক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।
তার শিক্ষকতার সুবাদে কালিহাতী থানার চামুরিয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ হাবিব প্রায়ই বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি তন্দ্রা তার বাবা ও মা’ কে জানালে ক্ষিপ্ত হয়ে অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করে।
পরে তন্দ্রার  বাবা রামপ্রসাদ বাদী হয়ে  হাবিব (২৫) সহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে ঘাটাইল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে তন্দ্রার মা বিউটি রাণী দেবনাথ জানান, আমি ধর্মান্তরিত মামলা করতে চাইলে তদন্ত কর্মকর্তা মোঃ আনিমুল ইসলাম আমাকে ভুল বুঝিয়ে অপহরণ মামলা করায়।
পরবর্তীতে মেয়েকে থানায় হাজির করার পর আমি আমার মেয়ে সাথে কথা বলতে চাইলে তদন্ত কর্মকর্তা আমাকে মেয়ের সাথে দেখা করতে দেয়নি এমনকি কোর্টেও আমার মেয়েকে সামনে হাজির করা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট  টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, সাধারন-সম্পাদক অলক কুমার দাস ও সহ-প্রচার সম্পাদক অন্তু দাস হৃদয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপহিতাকে দ্রুত উদ্ধার করে অপহরণ কারীদের গ্রেফতার করার দাবী জানান।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে