রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৭:৫০:৩৯

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

ইমতিয়াজ রুবেল, টাঙ্গাইল প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন।

তিনি বলেন, এ মুহূর্তে সরকার ও আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা করছে না।  

রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিএনপি পক্ষ থেকে সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বেগম খালেদা জিয়া।  এ মুহূর্তে সংলাপের ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা নেই।  

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভেতর যারা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ও যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তালিকা করে যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে চার লেন প্রকল্পের কাজ শেষ করতে হবে।  অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ বাতিল করা হবে।  

প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক দিলীপ কুমার গুহ, অতিরিক্ত পরিচালক জিকরুল হাসানসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।  
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে