টাঙ্গাইল : পরীক্ষায় খাতা দেখতে না দেয়ায় সহপাঠী পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে।
এইচএসসি পরীক্ষায় খাতা দেখতে না দেয়ায় সজীব আহমেদ (১৭) নামের এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে তার সহপাঠীরা।
শুক্রবার দুপুরে পৌরসভার শালগ্রামপুর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সজীবকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সজীব উপজেলার বহুরিয়া গ্রামের শাহ আলম লিটনের ছেলে।
সদ্য শেষ হওয়া এইচএসসিতে সজীব আহমেদ তার সহপাঠী রাকিব সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
তারা সরকারি মুজিব কলেজের ছাত্র। ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন তারা পাশাপাশি সিটে পরীক্ষা দিচ্ছিল।
এ সময় রাকিব পরীক্ষার খাতা দেখতে চাইলে সজীব খাতা দেখাতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা শেষে রাকিব ও তার বন্ধুরা সজীবকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এরই জের ধরে শুক্রবার দুপুরে রাকিব ও তার বন্ধুরা সজীবের ওপর হামলা চালায়। হামলায় সজীবের মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
সজীবের বাবা শাহ আলম লিটন বলেন, পরীক্ষার হলে মেধাবী ছাত্রদের সঙ্গে বখাটে ছেলেদের সিট ফেলা ঠিক নয়। এ ধরনের বখাটে ছেলেদের শাস্তি হওয়া উচিত।
২৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম