শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৮:১৯:১৩

প্রতীকী আদালতে অং সান সুচি’র ফাঁসি

প্রতীকী আদালতে অং সান সুচি’র ফাঁসি

নিউজ ডেস্ক : খুলনায় প্রতীকী আদালতে অং সান সুচি’র ফাঁসি কার্যকর করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে জনতার এ প্রতীকী আদালত বসে হাদিস পার্কে। শুক্রবার বিকাল ৩টায় বিচার কার্যক্রম শুরু করা হয়। সাক্ষ্য গ্রহণ, বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সেখানকার সেনাপ্রধান মিন অংহ্লাইয়াং’র ফাঁসির রায় ঘোষণা করা হয়। বিকাল ৫টা ৩৩ মিনিটে প্রতীকী আদালতে জনতার রায়ও কার্যকর করা হয়।

বিচারক প্যানেলে ছিলেন দলের নগর সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হক, সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও মানবাধিকার কর্মী মোমিনুল ইসলাম।

শুরুতে বাদী ইঞ্জিনিয়ার এজাজ মানসুর অভিযোগ পেশ করেন। অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য গ্রহণ ও সাক্ষীদের জেরা করা হয়। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কও হয়।  যুক্তিতর্ক শেষে সব সাক্ষী প্রমাণের ভিত্তিতে তিন সদস্যের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামি অং সান সুচি ও সেনাপ্রধান মিন অংহ্লাইয়াংকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন।

প্রতীকী আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন জি এম সজিব মোল্লা, এম এ হাসিব গোলদার, এম নাজমুল ইসলাম, এইচ, এম  জুনাইদ মাহামুদ, মুফতি আব্দুর রহমান মিয়াজি ও আব্দুল্লাহ আল নোমান। আসামি পক্ষে ছিলেন মুন্সি বশির উদ্দিন, মাইনুল ইসলাম, আল-আমিন, খালেদ সাইফুল্লাহ, মো. আমিরুল ইসলাম, ইব্রাহিম ও এছহাক ফরিদী।

পেশকারের দায়িত্ব পালন করেন মো. হাসানুজ্জামান। সাক্ষী ছিলেন মেহেদী হাসান সৈকত, রবিউল ইসলাম তুষার, শফিকুল ইসলাম, জিএম কিবরিয়া, নূর আলম সিদ্দিকী, মো. আব্দুস সালাম, মো. ফরহাদ মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন।

প্রতীকী আদালতে রায় কার্যকরের পর আয়োজকদের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ও বিচারক প্যানেলের সদস্য শেখ মো. নাসির উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অং সান সুচি ও সামরিক জান্তা মিন অংহ্লাইয়াং মিয়ানমারের নিরীহ মুসলিমদের গণহত্যা করে বিশ্বের কাছে খুনি হিসেবে পরিচিতি পেয়েছে। যে কারণে প্রতীকী আদালতে হলেও তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান এবং রায় কার্যকর করা হয়েছে।’ বাস্তবেও তাদের ফাঁসি দাবি করেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে