রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ১২:৩৭:৪১

থমথমে রংপুর, ২০০০ জনের বিরুদ্ধে মামলা

থমথমে রংপুর, ২০০০ জনের বিরুদ্ধে মামলা

রংপুর থেকে : থমথমে রংপুর। হিন্দু পাড়ায় হামলা, লুটপাট আর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতসহ ২ হাজার জনের বিরুদ্ধে গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় ২টি মামলা হয়েছে।

সলেয়াশাহ্‌ মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি খাইরুল আজমসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রশাসন থেকে সর্ব মহলে চলছে ব্যাপক তোলপাড়।

অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা এড়াতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দফায় দফায় বৈঠকসহ কড়া নজরদারী রয়েছে।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে রংপুরে অবস্থান করছেন।

এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারদের অর্থ-খাবার ও কাপড় প্রদানসহ ঘর নির্মাণে সহায়তা প্রদান করেছেন।

ওদিকে এ ঘটনার জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করে জেলা বাসদ (মার্কসবাদ) রংপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ করে। গতকাল ঘটনাস্থল পাগলাপীর সলেয়াশাহ্‌ ঠাকুরপাড়া সরেজমিন পরিদর্শনে দেখা গেছে সর্বত্রই থমথমে অবস্থা বিরাজ করছে।

আতঙ্কিত ক্ষতিগ্রস্ত বিধান রায়, অমূল চন্দ্র, পুলিন, সেতু রাম, ক্ষিতিশ, নিতাই, হিরেন বাবু, ধীরেন, মালতিসহ অন্যদের আহাজারি এবং কান্না যেন থামছে না। আকস্মিকভাবে তাদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তারা হতভম্ব।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে