শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৪:৩৮:৪০

যে সূত্র ধরে সিলেটের জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ

যে সূত্র ধরে সিলেটের জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ

সিলেট থেকে : চট্টগ্রামে সীতাকুণ্ডের আরামবাগের এক আস্তানা থেকে গ্রেফতার করা দুই জঙ্গির তথ্যের ভিত্তিতেই সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানার খবর পাওয়া যায়। প্রযুক্তির সাহায্যে বাড়িটি চিহ্নিত করা হয়। বাড়িটি এখন ঘিরে ফেলেছে পুলিশ।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা (সিটিটিসি) সিলেট পুলিশকে এই তথ্য জানানোর পর তারা বাড়িটি ঘিরে ফেলে। সিটিটিসির ডিসি মহিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

মহিবুল বলেন, ‘সীতাকুণ্ডের তদন্তের সূত্র ধরেই সিলেটের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। ঢাকা থেকে সিটিটিসি’র সদস্যরা এই তথ্য পান। পরে তারা সিলেট পুলিশকে এ ব্যাপারে জানান। সোয়াত টিম সিলেট পৌঁছার পরপরই অভিযান শুরু হবে।’

সিলেট মেট্রোপলিটান পুলিশের মিডিয়া কর্মকর্তা জেদান আল মুসা জানান, ‘শুক্রবার ভোর থেকেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। সেখানে অভিযান চালানোর জন্য ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াতে টিমের জন্য অপেক্ষা করছি আমরা। ওই বাড়ির বাইরে তালা দিয়ে রাখা হয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে। আমরা আপাতত অভিযানের একটি স্কেচ ম্যাপ তৈরি করে রেখেছি। পরে সোয়াত টিম পৌঁছালে তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্থানীয় কয়েকজন দাবি করেছেন, যে বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা হয়েছে তার ভেতর থেকে সকাল ৮টার দিকে বাইরের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। ভেতর থেকে 'আল্লাহু আকবর' ধ্বনি শোনা গেছে। পুলিশকে কয়েকবার গুলি ছুড়তে দেখা গেছে।

এর আগে গত ১৫ মার্চ সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই সিলেটের তথ্য পাওয়া গেছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে