শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ১০:০৩:৩৫

রোহিঙ্গা সংকট দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কফি আনান

রোহিঙ্গা সংকট দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কফি আনান

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সেনা মদতে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে মিয়ানমারে পৌঁছেই বিক্ষোভের মুখে পড়েছেন জাতি সংঘের সাবেক মহাসচিব ও রাখাইন অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান কফি আনান।

বিমানবন্দরের বাইরে এসেই তাকে দেখতে হয়েছে ‘রাখাইন প্রদেশে বিদেশী হস্তক্ষেপ চাই না’ লেখা ব্যানার। শুক্রবারে দুইদিনের সফরে মিয়ানমারে নামার পর পরই আরাকান ন্যাশনাল পার্টির কয়েক শত  নেতা-কর্মী তাকে ঘিরে এই বিক্ষোভ প্রদর্শন করে।

তবে রোহিঙ্গা বাস্তবতা খতিয়ে দেখতে বাধার মধ্যেও শনিবার সহিংসতাপূর্ণ উত্তর রাখাইন অঞ্চল পরিদর্শনে যাবেন কফি আনান। মিয়ানমারে বহুদিন ধরে রোহিঙ্গা সমস্যা চলে আসছে। সমস্যা সমাধানে এ বছর আগস্টে অ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট গঠিত হয়। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন কফি আনান।

২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে