রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ১২:৪১:০৭

ট্রাম্পকে নিয়ে চিন্তায় চীন-পাকিস্তান

ট্রাম্পকে নিয়ে চিন্তায় চীন-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার শপথ নেয়ার পরেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর সেই বক্তৃতায় চটেছে পাকিস্তান। ট্রাম্প বলেছিলেন, বিশ্বের সমস্ত ইসলামি উগ্রবাদী সংগঠনকে তিনি ধ্বংস করবেন। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে ভারতের প্রতিবেশী দেশটির সাধারণ মানুষ। শনিবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় আমজনতা থেকে শুরু করে প্রাক্তন সরকারি কর্মকর্তারাও নিজেদের মধ্যে ট্রাম্পের বক্তৃতা নিয়েই কথা বলেন।

তাঁদের অনেকেই মনে করছেন, ‘যেহেতু ইসলামী উগ্রবাদী সংগঠনগুলো ট্রাম্পের চক্ষুশূল, তাই তাঁর রোষের মুখে পড়তে ‌পারে পাকিস্তান। ’ কেউ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে গোটা বিশ্বের ইসালামিক সংগ‌ঠনগুলোও আসতে পারে। ’ তবে কেউ কেউ আশাবাদী, প্রেসিডেন্টের চেয়ার বসলে ট্রাম্প হয়তো কিছুটা শান্ত হবেন।

পাকিস্তানের পাশাপাশি‌‌ কিছুটা আতঙ্কে রয়েছেন চীনের জনগণও। আগামী দিনে চীন-আমেরিকা সম্পর্ক থেকে শুরু করে দু’‌দেশের বাণিজ্যিক সম্পর্ক, এমনকী তাইওয়ান ইস্যুতে কী পদক্ষেপ করেন ট্রাম্প,‌ সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। ‌‌-আজকাল

২২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে