শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ১১:১৫:০৪

মিসরের মসজিদে ভয়াবহ বোমা হামলা, এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কেউ

মিসরের মসজিদে ভয়াবহ বোমা হামলা, এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কেউ

আন্তর্জাতিক ডেস্ক  :   মিসরের উত্তর সিনাই প্রদেশের মসজিদে গুলি ও বোমা হামলায় নিহতে সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির নর্থ সিনাই প্রদেশে জুমার নামাজ আদায়ের সময় এ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও ১৩০ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ এ কথা জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মুসল্লিরা জুমার নামাজ আদায়কালে তাদের লক্ষ্য করে চারটি গাড়ি থেকে গুলি চালনো হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মিসরের সংঘাতময় ওই অঞ্চলে এটা অন্যতম ভয়াবহ বোমা হামলা। কেউ ঘটনার দায় স্বীকার করেনি। তবে ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সাক্ষাৎ করেছেন।

২০১৩ সাল থেকে অঞ্চলটিতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে আসছে মিসর সরকার। এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সমর্থকরা ছিল হামলার টার্গেট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। এর আগে সিনাইয়ে জঙ্গিদের গ্রেফতারের জন্য মিসরের নিরাপত্তা বাহিনী অ্যামবুশে গেলে পাল্টা আক্রমণে ৫০ পুলিশ নিহত হয়।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে