শুক্রবার, ২৬ মে, ২০১৭, ১২:১৪:৪০

আদালতে কেঁদে কেঁদে যা বললেন নাঈম আশরাফ!

আদালতে কেঁদে কেঁদে যা বললেন নাঈম আশরাফ!

ঢাকা : ‘এক সময় আমার পাশে অনেকেই ছিল। এখন আমার পাশে কেউ নেই। এখন আমার কী হবে?’ কথাগুলো বলছিলেন রাজধানীর বনানীতে ‘দ্য রেইন ট্রি’হোটেলে দুই তরুণীকে সম্ভ্রমহানী মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ। কথাগুলো বলার সময় তিনি কাঁদছিলেন।

আদালত সূত্রে জানা যায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য নাঈম আশরাফকে বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় তিনি কাঁদতে কাঁদতে এসব কথা বলেন। অপরাধের কথা স্বীকার করেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাঈম আশরাফ। এদিন সাতদিনের রিমান্ড শেষে বেলা ১১টায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তিনি আদালতে সম্ভ্রমহানী কথা স্বীকার করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলে সম্ভ্রমহানী শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়া তরুণী। ওই ঘটনার প্রায় ৪০ দিন পর গত ৬ মে বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা।

নাঈম আশরাফ নিজেকে আওয়ামী লীগ নেতার ছেলের বন্ধু বলে পরিচয় দিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে। তার আসল নাম মো. আব্দুল হালিম।
২৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে