রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৩:৫৩

আনিসুল হকের স্বপ্ন পূরণে পার্ক থেকে ওরসের স্থাপনা উচ্ছেদ

আনিসুল হকের স্বপ্ন পূরণে পার্ক থেকে ওরসের স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক : প্রয়াত মেয়র আনিসুল হকের সুবজ ঢাকার স্বপ্ন পূরণ করতে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্ক মুক্ত করেছে সিটি কর্পোরেশন। কুতুববাগ দরবারের ওরসের জন্য বসানো সব স্থাপনা উচ্ছেদ করেছে তারা। পার্কের পরিবেশ রক্ষার এ উদ্যোগে সন্তুষ্ট স্থানীয়রাও।

রোববার সকাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। অনুমতি না নিয়েই ফার্মগেটের আনোয়ারা পার্ক দখল করে বার্ষিক ওরসের জন্য গেট নির্মাণ করছিল কুতুববাগ দরবার শরীফ। উচ্ছেদের একপর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মীরা গেটের বাঁশ খুলে নিয়ে যায়। পার্কের ভেতরে ও বাইরে জড়ো করে রাখা বিপুল সংখ্যক বাঁশও ট্রাকে তুলে নিয়ে যায় তারা।

গত বছরই কুতুববাগ দরবারের পক্ষ থেকে মেয়র আনিসুল হককে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই পার্কে আর ওরস করবেন না তারা। কিন্তু আনিসুল হকের মৃত্যুর পর সেই প্রতিশ্রুতি না মেনে অনুমতি ছাড়াই ওরসের প্রস্তুতি শুরু করে প্রতিষ্ঠানটি। এ নিয়ে শুক্রবার সংবাদ প্রচার হলে প্রয়াত মেয়রের স্বপ্ন পূরণ করতে উচ্ছেদের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।

সৌন্দর্যবর্ধন করে পার্কটিতে সবুজ পরিবেশ ফিরিয়ে আনতে গণপূর্ত বিভাগের কাছ থেকে পার্কটির দায়িত্ব নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে