বুধবার, ২৩ মে, ২০১৮, ০৯:৫৬:০৮

‘স্বপ্নের কক্সবাজার এখন ঢাকাতেই, উন্নয়ন চলছে’

‘স্বপ্নের কক্সবাজার এখন ঢাকাতেই, উন্নয়ন চলছে’

নিউজ ডেস্ক: সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী​র বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। গত দুই দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তির আভাস দিলেও জলাবদ্ধতা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে।

রাজধানীর জলাবদ্ধতার তেমন একটি দৃশ্য ফ্রেমবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের স্বপ্নের কক্সবাজার এখন ঢাকাতেই। কি চমৎকার! উন্নয়ন চলছে।’

ইমরান ছবিটি ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই মুহূর্তেই নানা কমেন্ট আসতে থাকে। জহিরুল ইসলাম মুন লিখেছেন, ‘এই না হলে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উন্নত দেশ, খোদ রাজধানীতেই মিলছে পর্যটন নগরীর আমেজ!’

হনুফা সিমি লিখেছেন, ‘একদিনে মিরপুর ১০ এ বৃষ্টিতে আটকা পরেছিলাম বৃষ্টি শেষে যা দেখলাম তা হলো পদ্মার ঢেউ আর সেই পদ্মা সবাই সাঁতরিয়ে পার হচ্ছে।’ সুমন হাসান লিখেছেন, ‘ভাই নৌকা ভাড়া দিলে চলবে না ওই এলাকায়, ভাবছি নৌকার ব্যবসা শুরু করবো কি বলেন?’

জালাল পাটুয়ারী লিখেছেন, ‘এ দেশে কোনো সরকার আছে বলে মনে হয়? আর কোনো রাস্তা না থাকলে অন্তত ঢাকাকে ডিসেন্ট্রালাইজ তো করা যায়। জনগন অন্তত শান্তিতে চলতে পারবে। পুরো দেশ এক শহরে হুমড়ি খাচ্ছে, কারণ সেখানেই সব।’ তানভির চৌধুরী লিখেছেন, ‘এভাবেই একদিন উন্নয়নের জোয়ারে  বাংলাদেশ মালেশিয়া-সিঙ্গাপুরেকে ছেড়ে যাবে ‘

সিফাত আজাদ লিখেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর কক্সবাজার যেতে হয় না, ঢাকাতেই কক্সবাজার দেখা যায়।’ মোহাম্মদ রুবেল লিখেছেন, ‘খাল দখল ও নদী দখল মুক্ত করতে হবে, ঢাকা বাঁচাতে হবে, নইলে সামনে আরো সমস্যাতে পড়বে। খাল দখল নিয়ে যদি সরকার একটু উদ্যাগ নেয় তাইলে সব সমাধান হয়ে যায়, আসলে সবাই অলস হয়ে গেছে দেশ বাঁচানোর দেশকে ডুবানোর চিন্তায় আছে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে