শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৯:৪৯

নিজ কাঁধে পানির কেস তুলে বিতরণ করলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি

নিজ কাঁধে পানির কেস তুলে বিতরণ করলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি

ঢাবি: গলায় ঝুলছে স্বেচ্ছাসেবকের কার্ড। কাঁধে পানির কেস। পরনের জামা-কাপড়ও দেখতে অতি সাধারণ কেউ মনে হবে। কিন্তু তিনি শাসকদলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসের ডাকসু ভবনের সামনে এমন দৃশ্য দেখা যায়।

ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাকদের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠনটি। গত শুক্রবারে অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মতো আজও ভর্তিচ্ছুদের জন্য তথ্য কেন্দ্র, সুপেয় পানি বিতরণ, কলম ও জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছিল সংগঠনটি। আর সেই কাজে ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস নিজের কাঁধেই তুলে নিয়েছেন পানির বোতলের কেস।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রত্যেক একাডেমিক ভবন ও প্রবেশ ধারে তথ্য সহায়তা কেন্দ্র বসিয়েছে ছাত্রলীগ। এছাড়া জয় বাংলা বাইক সার্ভিস ও ১০ হাজার বোতল পানি দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে