বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৮:৫৫

দেশকে একাত্তরের রুপরেখায় ফিরিয়েছেন শেখ হাসিনা : খালিদ মাহমুদ

দেশকে একাত্তরের রুপরেখায় ফিরিয়েছেন শেখ হাসিনা : খালিদ মাহমুদ

দিনাজপুর থেকে : পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়া দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে পুনরায় একাত্তরের রূপরেখায় ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার দিনাজপুরের বিরল উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশীয় পাকিস্তানিদের দোসররা সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ ও সুফল থেকে বঞ্চিত করেছিল। আজকে এসব ঘাতকদের অধিকাংশের বিচার করে, অর্থনৈতিক ভাবে দেশকে স্বাবলম্বী করে দেশের মানুষের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে বুঝিয়েছে স্বাধীনতা মানে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানো। আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের বিচারের রায় কার্যকর হয়েছে, দেশের উন্নয়ন গগণচুম্বী এসব আওয়ামী লীগের অবদান। বিএনপি-জাময়াত কখনোই বাংলাদেশের উন্নতি চায়নি। তারা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি।

এর আগে স্থানীয় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিরল উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে